ভারতে দুই বাসের সংঘর্ষ, একই পরিবারের সাতজনসহ নিহত ১২

0

ভারতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। তার মধ্যে একই পরিবারের সাতজন রয়েছেন। এছাড়া গুরুতর জখম হয়েছেন আরও সাতজন। ইতিমধ্যেই তারা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার দিবাগত রাতে  উড়িষ্যা রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছে। এছাড়াও বাসের সংঘর্ষে আহত হয়েছেন আরও সাতজন। ইতিমধ্যেই বেশ কয়েকটি হাসপাতালে তারা চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মর্মান্তিক এই ঘটনার কথা জানতে পেরেই টুইটে দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়, মৃতদের পরিবারকে ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে জানা গেছে, আহতদের প্রত্যেকের চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা বরাদ্দ করেছে স্পেশাল রিলিফ কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here