মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্থানীয় সাংবাদিক আমিরুল ইসলাম নয়নসহ ২ জন আহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আনারপুরায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সাংবাদিক আমিরুল ইসলাম নয়নের বরাত দিয়ে তার স্বজনরা জানান, রাতে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে তার খালাতো ভাই ভিটিকান্দি গ্রামের বাসিন্দা রাজিবের সঙ্গে মোটরসাইকেল করে বালুয়াকান্দি নিজ বাসায় ফিরছিলেন তিনি। এসময় ঘটনাস্থলে ঢাকামুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক রাজিবসহ মোটরসাইকেলে থাকা সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন আহত হন।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ী ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন ও চালক রাজিব তাদের নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।