ওয়াগনার সরে যেতেই একদিনে ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

0

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে নিয়েছে রাশিয়া। তবে ওই শহর দখলে নিতে ভূমিকা পালন করেছিল ইয়েভগেনি প্রিগোজিন নেতৃত্বাধীন ভাড়াটে ওয়াগনার বাহিনী। রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার বাহিনী শুক্রবার মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। এরপরই বাখমুতে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। বাখমুত ও পার্শ্ববর্তী চিফলি লিম্যান এবং মারিঙ্কায় একদিনে কমপক্ষে ২০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রুশ বাহিনীর বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে তারা। একই সঙ্গে বাখমুতের আশেপাশে কয়েকটা অঞ্চল পুনর্দখলেও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় গ্রুপের মুখপাত্র সের্হি চেরেভাতি এসব দাবি করেন।

এছাড়াও খারকিভের কুপিয়ানস্ক এলাকায় ভারী আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলে রুশ সেনারা এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here