ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। তার পরিবর্তে প্রথমবার দলে ডাক পেয়েছেন তরুণ যশস্বী জসওয়াল। কিন্তু পূজারাকেই কেন বসানো হল, যেখানে গত ৩ বছরে বিরাট কোহলি এবং তার গড় একই? এমন প্রশ্নই তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের ব্যাটিং গড় তুলে ধরেছেন চোপড়া। সেখানেই তিনি জানিয়েছেন, গত তিন বছরে কোহলি এবং পূজারার গড় ২৯.৬৯। এর মধ্যে বেশিরভাগ টেস্ট দেশের মাটিতে খেলেছেন পূজারা। যদিও গত বছরও তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপরও ২৮ ম্যাচে ১৪৫৫ রান তার সংগ্রহে।
রোহিত শর্মার ১৮ ম্যাচে গড় ৪৩। শুভমান গিলের ১৬ ম্যাচে গত ৩২। কেএল রাহুলের ১১ ম্যাচে গড় ৩০। সেখানে পূজারার ২৮ ম্যাচে গড় ২৯। অর্থাৎ এই সময়টায় কোহলি আর পূজারার গড় সমান। শুধু পার্থক্য হল পূজারা কোহলির থেকে তিনটে ম্যাচ বেশি খেলেছে। অথচ ২০ ম্যাচে সবচেয়ে খারাপ গড় অজিঙ্কা রাহানের। ২৬.৫০।
ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহানে আবার দলের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। সেখানে পূজারাকে দলেই রাখা হয়নি। বাদ পড়ার পর নিজের একটি প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পূজারা। তার আবেগঘন ভিডিও মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর তার মধ্যেই পরিসংখ্যান তুলে ধরে আকাশ চোপড়া বোঝাতে চেয়েছেন, নির্বাচকদের এমন সিদ্ধান্ত বিতর্কের অতীত নয়।
এর আগে দলবাছাই নিয়ে নির্বাচকদের একহাত নিয়েছিলেন সুনীল গাভাস্কার। তিনি প্রশ্ন তুলেছিলেন, সবার ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা কেন করা হল পূজারাকে? ভারতীয় ক্রিকেটের একজন অনুগত সেবক পূজারা। অত্যন্ত শান্ত এবং ধীর স্থির। কিন্তু একাধিক প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ অনুরাগী পূজারার না থাকাতেই কি ওকে বাদ দেওয়া হলো?