জয়পুরহাটের কালাই প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত (ওসি) ওয়াসিম আল বারীর মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় কালাই প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ শেষে এ মতবিনিময় সভায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী সাংবাদিকদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ওয়াসিম বারী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, কিশোর গ্যাং, দাদন ব্যবসায়ীসহ নানা অসামাজিক কাজ বন্ধ হবে। তাই এসব বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
পরে নবাগত ওসিকে কালাই প্রেসক্লাবের পক্ষে সংবর্ধনা দেয়া হয় এবং কালাই এর সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগিতা করার কথা জানানো হয়েছে।