রংপুরে পুলিশের সাব-কন্ট্রোল রুম উদ্বোধন

0

ঈদ উপলক্ষে রংপুর নগরীর অর্জন মোড়ে সাব-কন্ট্রেল রুম উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বিপিএম (বার).পিপিএম (বার)।  

বরিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর র‌্যাব ১৩ এর অধিনায়ক আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার, উপপুলিশ কশিনার আবু মারুফ হোসেন, উপপুলিশ কমিশনার ডিসি (ট্রাফিক বিভাগ) মিনহাজুল আলম, এসি আমজাদ হোসেন, তাজহাট থানার ওসি হোসেন আলী, টিআই (উত্তোর) বেলাল হোসেন, টিআই (দক্ষিন ) মো. কেরামত আলী। 
অনুষ্ঠনের শুরুতে টিআই দক্ষিণের পক্ষ থেকে নবাগত রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here