পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে যে ভুল করেছে বুমরাহকে নিয়ে সেই একই ভুল করতে চায় না ভারত।
ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী বলেছেন, বুমরাহ ভারতীয় ক্রিকেট দলের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার; কিন্তু আমরা যদি তাকে বিশ্বকাপে খেলানোর জন্য তার চোটের পুনর্বাসন নিয়ে তাড়াহুড়া করি, তাহলে তাকে বিশ্বকাপের পর আরও বেশি সময়ের জন্য হারাতে পারি। যেমনটি শাহিন আফ্রিদিকে পাকিস্তান যেভাবে হারিয়েছে। বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে।
ক্রিকেট থেকে অবসরে ধারাভাষ্য পেশায় জড়িয়ে যাওয়া রবি শাস্ত্রী আরও বলেন, ভারতীয় দলের পেস আক্রমণে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ আছে। স্পিনে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ও রবি বিষ্ণয় আছে। ভারতীয় বোলিংয়ে আমি যথেষ্ট গভীরতা দেখছি। তাই বুমরাহকে নিয়ে তাড়াহুড়া করার কোনো মানেই হয় না।
প্রসঙ্গত, গত বছর গলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে চোটাক্রান্ত হন শাহিন শাহ আফ্রিদি। পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলায় পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। যে কারণে ফাইনালে আবার চোটাক্রান্ত হন আফ্রিদি। সেই চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে তিনি।