লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যান চাপায় মো. ফরহাদ হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার নানী আফরোজা বেগম (৫০) গুরুতর আহত হয়।
সদর হাসপাতালের আরএমও মো. আনোয়ার হোসেন রবিবার (২৫ জুন) রাত সাড়ে আটটায় বিষয়টি নিশ্চিত করেন।
ফরহাদ কমলনগর উপজেলার চরফলকন গ্রামের ইয়াসিন হাজী বাড়ির মো. জামালের ছেলে। সে হাজিরহাট মিল্লাত একাডেমি থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
নিহত ফরহাদের মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত আফরোজা বেগমকে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা মুমূর্ষু বলে জানিয়েছে স্বজনেরা।
নিহত ও আহতের স্বজন মোহাম্মদ উল্যা বলেন, ফরহাদ তার নানীকে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) করে উপজেলার করইতোলা থেকে হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা নানী-নাতি গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে ফরহাদকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। তার নানী আফরোজা বেগমকে একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।