টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বাজিতপুর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন একই উপজেলার পাচনখালী গ্রামের মোঃ মিজানুর রহমান এর ছেলে রিফাত (১৪) ও আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিম উদ্দিন জানান, ধনবাড়ী উপজেলার বাজিতপুর স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা মেহগনিগাছের সাথে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেল ধুমড়ে মুচড়ে যায়। এসময় রিফাত ও অন্তরের মাথায় গুরুতর যখন প্রাপ্ত হয়ে দুজনেই ঘটনাস্থলে মৃত্যুবরণ। আইনী প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।