দেশপ্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎBy AmarNews.com.bd - June 25, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পিয়েরে ল্যাকরোইক্স এবং ক্যাথেরিন পোলার্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন তারা। এসময় তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।