ময়মনসিংহের ফুলপুরে ৯নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধিসহ দলীয় ঐক্য অটুট রাখার লক্ষ্যে শনিবার (২৪ জুন) দুপুরে উপজেলার বালিয়া বাজারে স্থানীয় এমপি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহামেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান, বওলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল বাতেন খান ও বালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার মোজাহীদ সরকারসহ ফুলপুর উপজেলা আওয়ামী লীগ, এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, পৌর মেয়র মি. শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা আওয়ামী লীগের সদস্য এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ট্যাগ অফিসারগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।