উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ পঞ্চমবারের মতো বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের আয়োজন করছে কানাডার টরন্টো শহরে।
টরন্টোর জাপানিজ-কানাডিয়ান কালচারাল সেন্টারে এ বছর সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখে (শনি ও রবিবার) সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটির স্থানীয় আয়োজক টরন্টোভিত্তিক শিল্প-সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ‘পাঠশালা।’ পাঠশালার কর্ণধার টরন্টোবাসী অনুবাদক-সংগঠক-শিল্পী ফারহানা আজিম শিউলী পঞ্চম সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
সমাবেশে স্বরচিত সাহিত্যপাঠ, সাহিত্য বিষয়ক সেমিনার, বই ও লেখক পরিচিতি, লেখকদের প্রকাশিত বইয়ের প্রদর্শনী, সাহিত্য আড্ডা ও সান্ধ্য সাংস্কৃতিক আয়োজন থাকে। বর্তমানে উত্তর আমেরিকার পরিধি ছাড়িয়ে এই পরিষদ ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের বাংলা সাহিত্যানুরাগীদের নিয়েও কাজ করছে।
টরোন্টোয় পঞ্চম সমাবেশ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও প্রকাশিত হবে প্রবাসী লেখকদের লেখা নিয়ে সাহিত্য সংকলন ‘হৃদবাংলা’। একই সঙ্গে বিজ্ঞাপন সম্বলিত একটি চাররঙা স্মারকগ্রন্থ প্রকাশিত হবে। সমাবেশস্থলে অংশগ্রহণকারী সব সাহিত্যিকদের প্রকাশিত বই প্রদর্শনের সুযোগ থাকবে। সংগঠনটি টরন্টোর পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে।