গাজীপুরের জয়দেবপুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বেবি বেগম (৫০) মারা গেছেন। শনিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার নাতনি সানজিদা (১৩) আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
গত ১৮ জুন দুপুরে স্কুল ছুটির পর নানি বেবি বেগমের সঙ্গে বাসায় ফিরছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য বেবি বেগমের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।