সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। শনিবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খান মোঃ আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা লীগের সভাপতি লায়লা পারভীন, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনে নেতৃবৃন্দ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস।