ওয়াগনার বিদ্রোহ: যা বলছে মস্কোর বাসিন্দারা

0

ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার বাহিনীর বিদ্রোহের খবরের পরই রাশিয়ার রাজধানী মস্কোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শহরটির বাসিন্দাদের মধ্যে।

বিবিসি এমন কয়েকজন রুশ নাগরিকের মতামত শুনেছে।

তবে গ্যালিনা নামের এক নারী বাসিন্দা পুতিনের ওপরই আস্থা রাখছেন। তিনি মনে করছেন পুতিন যেকোনো মূল্যে পরিস্থিতি সামলে নিবেন। তিনি বলেছেন, ‘এটা আমাকে মোটেও ভীত করছে না। প্রেসিডেন্ট ও জনগণের ওপর আমার আত্মবিশ্বাস আছে।’

সের্গেই নামের একজন জানিয়েছেন, ‘আমি মনে করছি সবকিছু ঠিক হয়ে যাবে। তবে তারা যদি সন্ত্রাসবিরোধী কোনো কার্যক্রম হাতে নেয়, তবে মনে করতে এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে।’

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here