ইউক্রেনের বাখমুত দখলের কৃতিত্ব দিয়ে যাদের প্রশংসা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ওয়াগনার বাহিনীই দেশে ফিরে পুতিনবিরোধী বিদ্রোহের ডাক দিয়েছে। এরইমধ্যে একটি আঞ্চলিক সেনা দফতর নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছে বাহিনীটি।
এবার সেই ঘটনার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শয়তান নিজেরাই নিজেদেরকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। তার মতে, নিশ্চিতভাবেই দুর্বল হয়ে পড়ছে রাশিয়া।
জেলেনস্কির মতে, এই ওয়াগনার বাহিনীই রাশিয়ার বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে।
ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষ্য, ‘রাশিয়া তাদের দুর্বলতা ও সরকারের নির্বুদ্ধিতা ঢাকতে প্রোপাগান্ডা ব্যবহার করছে। তবে এখন সেখানে বড় গোলমাল বেঁধেছে যা আর লুকিয়ে রাখা যাচ্ছে না। এটা কেবল একটা মানুষের জন্যই হচ্ছে… যদিও তিনি এখন সবকিছুর নেতৃত্ব দিতে পারছেন না। রাশিয়া অবশ্যই দুর্বল।’
সূত্র: বিবিসি