চাঁদপুরে মতলব উত্তর উপজেলাধীন এখলাছপুর ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দু’নলা বন্দুক, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ ডাকাত দলের সদস্যকে কোস্টগার্ড আটক করেছে।
শনিবার ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান প্রেস ব্রিফিং-এ এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, এখলাছপুর হাশিমপুর গ্রামের মোঃ আরিফ হোসেন(২৩), সাব্বির হোসেন(১৯) ও ইমন হোসেন(১৯)।
লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, আমরা জানতে পেরেছি ওই এলাকায় ডাকাত দলের ৩টি গ্রুপ আছে। তবে সদস্য সংখ্যা কত জানা যায়নি। এরা ঈদকে কেন্দ্র করে নৌ-যানে মূল্যবান মালামাল এবং নৌ-যান শ্রমিকরা কোন সময় বেতন পায় এ ধরনের তথ্য জেনে ডাকাতি করে থাকে। তারা এখলাছপুর, মোহনপুর ও ছেঙ্গারচর এলাকা থেকে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকে। আটক ৩ জন ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।