প্রবাসসৌদিতে বাংলাদেশি হাজির মৃত্যুBy AmarNews.com.bd - June 24, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL সৌদি আরবে হজ করতে গিয়ে তাওয়াফরত অবস্থায় এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) সৌদি সময় বিকাল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর নাম সুলেমান খান (৭৪)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলী গ্রামের বাসিন্দা।