ওয়াগনারের বিদ্রোহে রাশিয়ায় আতঙ্ক : জাতির উদ্দেশে ভাষণ দেবেন পুতিন

0

রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’ এর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন নিজ দেশের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। শুক্রবার এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন (৬২)। এতে রাশিয়া জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর জেরে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে বার্তাসংস্থা টাস নিউজ। ভাড়াটে সেনবাহিনী ওয়াগনার গ্রুপের বিদ্রোহ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলতে যাচ্ছেন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াগনার সেনারা দক্ষিণাঞ্চলের রোস্তোভে অঞ্চলের সেনা সদর দপ্তর দখল করেছে। সেখানেই রয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

সূত্র : স্কাই নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here