ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক

0

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবেদন নেওয়া হবে অনলাইনে। আবেদন ফি বাবদ বাংলাদেশ ব্যাংককে অফেরতযোগ্য পাঁচ লাখ টাকা জমা দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই আবেদন আহ্বান করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গতানুগতিক পদ্ধতিতে কাগুজে নথি জমা দিয়ে নয়, ডিজিটাল পদ্ধতিতেই ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় সব নথিপত্র ডিজিটাল উপায়েই জমা দিতে হবে।

এর আগে ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের পর্ষদ ১২৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিধান রেখে ডিজিটাল ব্যাংক গাইডলাইন অনুমোদন করে।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১-এর অধীনে। অনুমোদিত নির্দেশিকা অনুসারে, বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন, ২০১৪-এর অধীনে পেমেন্ট সার্ভিস পরিচালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here