২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে ইনজুরি যেন নেইমারের নিত্যদিনের সঙ্গী। যার কারণে ১০০’র বেশি সংখ্যক ম্যাচ মিস করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে এতো ইনজুরির পরও হাল ছাড়তে নারাজ ৩১ বছর বয়সী নেইমার। ইনস্টাগ্রামে এই ফরোয়ার্ড লেখেন, ‘আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।’
গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে পিএসজির ৪-৩ গোলে জয়ের ম্যাচে গোড়ালি মচকে যায় নেইমারের। পরে পিএসজি কোচ ক্রিস্তোফার গালতিয়ের জানান, বায়ার্ন মিউনিখের বিপক্ষে ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেও থাকবেন না নেইমার। এবার জানানো হলো, অন্তত তিন থেকে চার মাসের জন্য মাঠের বাইরে যেতে হবে ব্রাজিলিয়ান তারকাকে।
‘নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অনুশীলনে ফেরার আগে তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।’