ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার আদায় ও সরকারের সকল দুর্নীতির প্রতিবাদে যে যুদ্ধে আমরা নেমেছি, সে যুদ্ধের সময় বেশি নেই। গণতন্ত্র রক্ষার সে যুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে।
আমিনুল হক বলেন, জীবনের বিনিময়ে রক্ত দিয়ে হলেও লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়ে যাব। বিজয় না নিয়ে ঘরে ফিরব না।
পদযাত্রাটি বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহআলম রাজার সভাপতিত্বে এবং উত্তর-দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ ও কামরুল জামানের সঞ্চালনায় পদযাত্রায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, ইশরাক হোসেন, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, যুবদলের মামুন হাসান, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, আখতার হোসেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, এবিএমএ রাজ্জাক, রেজাউর রহমান ফাহিম, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আ. মতিন ও যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, দক্ষিণখান থানার আহ্বায়ক মোতালেব হোসেন রতন, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মো. নাজিম উদ্দীন, বিমানবন্দর থানার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, মোহাম্মদপুর থানা বিএনপির ৩৪ নং ওয়ার্ড সভাপতি এডভোকেট মাসুম খান রাজেশ, পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন হাওলাদার, তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মোহাম্মদপুর থানা শ্রমিকদলের আহ্বায়ক আলী কায়সার পিন্টু।