গ্রেফতার এড়াতে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন ইমরান খান : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

0

গ্রেফতার এড়াতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বাসভবনের দেয়াল টপকে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেন, যে দল (পুলিশ) খানকে (ইমরান) গ্রেফতার করতে গিয়েছিল, তাদের অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি লাফিয়ে তার প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিলেন।

সম্প্রতি ইসলামাবাদ পুলিশ লাহোরে ইমরানের বাড়িতে গিয়ে তাকে না পাওয়ার পর গত সোমবার সানাউল্লাহ এমন কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, পুলিশ যদি ইমরান খানকে গ্রেফতারও করতে চাইত, তাহলেও তার পালিয়ে যাওয়াটা যথাযথ কৌশল হতে পারে না। ইমরান খানকে একজন নির্লজ্জ ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি। এ মন্ত্রী আরও বলেন, কর্তৃপক্ষ ইমরানকে গ্রেফতার করে আদালতে হাজির করতে চাইলে বিনা দ্বিধায় তারা তা করবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে জবাব দিতে হবে বলেও উল্লেখ করেন সানাউল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here