কেন সৌম্যকে অনুশীলনে ডাকলেন হাথুরুসিংহে?

0

আবারও সৌম্য সরকারকে অনুশীলনে ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তবে এই ডাকটাই অনেকের কাছে অস্বাভাবিক ঠেকছে। জাতীয় দলের স্কোয়াডে নেই বহুদিন, তবুও কেনো সৌম্যকে ডেকে আনা হল?

সেই রহস্য খানিকটা পরিষ্কার করেছেন জাতীয় দলের  নির্বাচকরা। তারা জানিয়েছেন, মূলত হাথুরুর চাওয়াতেই বর্তমান অবস্থা যাচাই করে দেখতে অনুশীলনে ডাকা হয়েছে সৌম্যকে।

২০১৪ সালে সৌম্যকে জাতীয় দলে একরকম অগ্রবর্তী ভূমিকা পালন করেই সুযোগ দিয়েছিলেন হাথুরুসিংহে। সৌম্যও স্ট্রোকে বেশ ঝলক দেখিয়েছিলেন। দলে জায়গাও পেয়েছিলেন। তবে উত্থানপতনের খেলায় ধারাবাহিক হতে পারেননি। 

ঘরোয়া ক্রিকেটেও বর্তমানে ভালো পারফর্ম করতে পারছেন না সৌম্য। 

সবশেষ ১৬ ইনিংসে একবারও ২৫ ছুঁতে পারেননি সৌম্য সরকরা। তিনি সবশেষ ওডিআই খেলেন তিনি ২০২১ সালের মার্চে। বাদ পড়ার আগে ছয় ম্যাচে করেন ৪০ রান। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০২ রান করেন সৌম্য। তবে পুরো লিগে ১১ ইনিংসে স্রেফ ২৬.৬৩ গড়ে তার সংগ্রহ মোটে ২৯৩ রান। স্ট্রাইক রেট ৮৩.৬৩। ।  

বিপিএলের সবশেষ আসরেও ১২ ম্যাচে করেছেন ১৭৪ রান। স্ট্রাইক রেট ১০৮.০৭। 

তবে হঠাৎ হাথুরুর ডাক আসায় ফের সৌম্য দলে ফিরতে পারেন বলেও মনে করছেন অনেকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here