আন্তর্জাতিকচট্টগ্রামে ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩By AmarNews.com.bd - June 22, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL চট্টগ্রামে অভিযান চালিয়ে ১৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলো- আবদুর রহিম, মো. রিদওয়ান এবং জাহাঙ্গীর আলম। বুধবার রাতে কোতোয়ালী থানাধীন সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।