২৯ কেজি ওজনের বাগাইড় ৩৪ হাজার ৮০০ টাকায় বিক্রি

0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ২৯ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। দীর্ঘদিন ধরেই পদ্মা নদী থেকে বিপন্ন প্রজাতির এই বাগাইড় মাছ ধরছেন স্থানীয় জেলেরা। এসব মাছ আবার আড়তে প্রকাশ্যে নিলামে বিক্রি হচ্ছে। দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে শত শত বাগাইড় মাছ ধরা পড়লেও এই মাছ ধরা বন্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি মৎস্য বিভাগ।  

বৃহস্পতিবার (২২ জুন) ভোর ৬টার দিকে স্থানীয় জেলে আজগর হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে যায়। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮০০ টাকায় ক্রয় করেন।
জেলে আজগর হালদার বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় কোন মাছ পাওয়া যাচ্ছিলো না। পদ্মায় পানি বেড়েছে। এই সময় বড় মাছ পাওয়া যায়। বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার ফেরিঘাটের অদূরে জাল ফেলি। এসময় জালে বড় আকৃতির একটি বাগাইড় মাছ পাওয়া যায়। পরে মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here