ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে নিজের দেশকে অভিশাপ! চার ইসরায়েলি সেনার কারাদণ্ড

0

ইসরায়েলের চারজন সেনা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন। ইসরায়েলকে ‘অভিশাপ’ দেন তারা। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর ইসরায়েলি সেনাবাহিনী এই চার সেনাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে।

স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর ইউনিট ৬৯০০ এর কমান্ডার ওই চার সেনাকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া আরও একজন সেনাকে ২১ দিন সামরিক কারাগারে রাখার রায় দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এই তথ্য নিশ্চিত করেছেন। 

ভিডিও প্রকাশের পরপরই ইসরায়েলি সেনাবাহিনী কঠোর জবাব দেয়। এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সেনারা যে নীতি এবং মূল্যবোধ ধারণ করে, এটা তার পরিপন্থী। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অঙ্গীকার ব্যক্ত করে ইহুদি সেনাবাহিনী।

সম্প্রতি জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই অভিযানে অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়। এই ঘটনার কয়েকদিন পরই ইসরায়েলি সেনাদের ভিডিও প্রকাশ্যে আসে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here