জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’-এর পঞ্চম সিজনে থাকছেন না ‘মালহুন হাতুন’ চরিত্রের অভিনেত্রী ইলদিজ জাগরি আতিকসয়।
তুর্কি মিডিয়ার বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানায়, মালহুন হাতুন এরই মধ্যে কুরুলুস টিম থেকে বিদায় নিয়েছেন। আগামী সিজনে তাকে আর দেখা যাবে না।
পরিচালক মোহাম্মদ বোজদাগ পঞ্চম সিজনের জন্য বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর সাথে চুক্তি নবায়ন করেছেন; কিন্তু মালহুন হাতুনের সাথে ব্যাপারটি ঘটেনি।
জানা গেছে, মালহুন হাতুন গত বছর বোরাক উকতায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে নতুন অতিথি আসছে। এ কারণেই অভিনেত্রী আগামী সিজন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের প্রধান ওসমান বের চরিত্রে অভিনয়কারী বোরাক ওযচিভিত।