ডর্টমুন্ডকে বিদায় করে শেষ আটে চেলসি

0

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার (৭ মার্চ) রাতে মাস্ট-উইন গেমে বরুসিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেয় চেলসি। শুরু থেকে আক্রমণ শানিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে গোছানো খেলার অভাবে গ্রাহাম পটারের শিষ্যরা স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তারা ২-০ গোলে জিতে (দুই লেগ মিলিয়ে ২-১) শেষ আটের টিকিট পেয়েছে।

এদিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে চেলসি। ম্যাচের ৩০ মিনিটের মাথায় পরপর দু’বার ডর্টমুন্ডের গোলপোস্টে হানা দেয় স্বাগতিকরা। কিন্তু প্রথমে কাই হাভার্টজের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরই গোছানো আক্রমণে বল জালে জড়ায় ব্লুজরা। তবে এটিও কাটা পড়ে অফসাইডের কল্যাণে। বেঁচে যায় ডর্টমুন্ড। খানিক পরে আবারও আক্রমণ। তবে এবারও চেলসির দৌড় গোলমুখ পর্যন্ত।

বিরতির পরও দাপুটে পারফর্ম ধরে রাখে পটারের শিষ্যরা। ৪৭তম মিনিটে তারা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। বেন চিলওয়েলের শট ডি-বক্সের ভেতর মারিয়ুস উলফের হাতে লাগলে পেনাল্টি পায় চেলসি। তবে প্রথমবার শট নিতে গিয়ে গোলরক্ষককে উল্টো দিকে পাঠালেও, বলটি পোস্টে মেরে দেন হাভার্টজ। তবে শট নেওয়ার আগে ডর্টমুন্ড খেলোয়াড় বক্সে চলে আসায় আবার পেনাল্টি শট মারার সুযোগ পায় চেলসি।

এবারও আগের বারের মতো গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে একই জায়গায় শট নেন হাভার্টজ। তবে এবার আর ব্যর্থ হননি তিনি। বল পোস্ট ছুঁয়ে জালে পৌঁছে যায়। 

এদিকে, দ্বিতীয়বার পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানায় ডর্টমুন্ড খেলোয়াড়রা। রেফারির সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক করেও অবশ্য লাভ হয়নি। পিছিয়ে পড়ে অবশ্য একের পর এক আক্রমণে গিয়ে গোল আদায়ের চেষ্টা করে ডর্টমুন্ড। শেষ দিকে রীতিমতো আক্রমণের ঝড় তুলে তারা, কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর আসেনি। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ডর্টমুন্ডকে বিদায় করে চেলসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here