রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার নতুন প্রজন্মের সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিগগিরই মোতায়েন করা হবে।
সামরিক একাডেমির নতুন স্নাতকদের উদ্দেশ্যে বক্তৃতায় পুতিন রাশিয়ার ‘ত্রয়ী’ পারমাণবিক শক্তির ওপর জোর দেন। এ ত্রয়ী পারমাণবিক অস্ত্র স্থল, সমুদ্র বা আকাশ থেকে উৎক্ষেপণ করা যাবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, ইতিমধ্যে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রায় অর্ধেক ইউনিট এবং গঠিত স্ট্যাটেজিক মিসাইল ফোর্স সর্বশেষ সংযুক্ত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত হয়েছে। ১০ বা তার বেশি পারমাণবিক ওয়্যারহেড বহনে সক্ষম প্রথম সারমাত অস্ত্র ‘অদূর ভবিষ্যতে’ যুদ্ধে মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন পুতিন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ইউক্রেনের পাল্টা আক্রমণে শিথিলতা লক্ষ্য করেছে। কিয়েভের সেনাদের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে বলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণের অগ্রগতি ‘কাঙ্খিত মাত্রার চেয়ে ধীর’।