ময়মনসিংহের ফুলপুরে ৩২ কেজি গাঁজাসহ ফাতেমা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম থেকে শেরপুরগামী একটি বাসে করে গাঁজাগুলো নিয়ে যাচ্ছিল ফাতেমা। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তারা ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি ফুলপুরে এসে পৌঁছলে তল্লাশি চালিয়ে ফাতেমাকে আটক করা হয় এবং তার নিকট থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা। ফাতেমা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার চৌকস ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ফুলপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।