বাংলাদেশের সিনেমা এখনও আইসিইউতে : সোহেল রানা

0

চলচ্চিত্রের ড্যাশিং হিরো’খ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা বলেছেন, বাংলাদেশের সিনেমা এখনও আইসিইউতে। এফডিসিকে কখনো আপন মা হিসেবে দেখা হয়নি। সবসময় এফডিসিকে সৎ মায়ের মতো দেখা হয়েছে। সেখানে ভালো জিনিস আশা করবেন কিভাবে?

তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে বলতে গিয়ে সোহেল রানা আরও বলেন, আমি বাংলাদেশের সিনেমাতে কোনো পরিবর্তন দেখছি না। দুই-চারজন যারা আসছে তাদের সম্মান দেওয়া হচ্ছে না। সাইকে নিয়ে দেখা যায় এমন ছবি দেখা যাচ্ছে না। কারণ এখন ফ্যামিলিই তো নেই। স্ত্রীরা এখন এসেই বলছে আমি তোমাকে নিয়ে প্রেম করে আলাদা ঘরে থাকবো, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আগে ফ্যামিলির যে ঐতিহ্য ছিলো তা এখন নেই। ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো ফ্যামিলিই তো নেই। সমাজ ব্যবস্থাটাই পরিবর্তন হয়ে গেছে।  

সমিতিতে নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে নেগেটিভ বিষয় নিয়ে বলেও মন্তব্য করেন সোহেল রানা। তিনি বলেন, সমিতিগুলো যেভাবে থাকা দরকার সেভাবে নেই। ছবিও নেই। দেশে এখন খুবই কম ছবি হচ্ছে। সারা বছরে হাতে গোনা কিছু সংখ্যক ছবি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here