ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড-অব-অনার প্রদান করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনেতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে রক্তদানসহ রক্তের গ্রুপ নির্ণয়, রক্তের শর্করার পরিমাণ নির্ণয় ও ওজন মাপা কর্মসূচি পালিত হয়।
এদিকে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ সংশ্লিষ্ট আলোকচিত্র, তথ্যচিত্র এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।