নোয়াখালীর জেলা মাইজদী লক্ষীনারায়নপুরে অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের চেষ্টা ও হত্যা মামলায় আসামি আবদুর রহিম রনির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আজ দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ চার্জ গঠন করেন।
এর আগে নোয়াখালী জেলা শহরে মাইজদীতে নিজ বাসায় স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যার মামলায় তার গৃহশিক্ষক আবদুর রহিম রনির বিরুদ্ধে আদালতে ৭ মাস পর অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি নারী ও শিশু আদালতে মামুনুর রশিদ লাভলু।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে নোয়াখালী জেলা শহরের পূর্ব লক্ষীনারায়নপুর এলাকায় নিজ বাসা থেকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতার (১৪) রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের মা রাজিয়া সুলতানা রুবি বাদী হয়ে আবদুর রহিম রনির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন এ ঘটনায় অদিতার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিকে গ্রেফতার করে পুলিশ। পরে অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রনি। এদিকে এ হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে জেলার বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি পেশার মানুষ।