মেয়ের বাবা হতেই যে বিশেষ উপহার পেলেন রামচরণ

0

জীবনের অন্যতম সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন দক্ষিণী তারকা রামচরণ। তার অভিনীত ছবি ‘আরআরআর’ সম্মানিত হয়েছে বিশ্বমঞ্চে। এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে হলিউড তারকাদের কাছ থেকেও। এমনকি, হলিউডের দিকেও ইতোমধ্যেই নাকি পা বাড়িয়ে রেখেছেন রামচরণ। উপযুক্ত চিত্রনাট্য পেলে বিদেশি ছবিতেও অভিনয় করবেন তিনি, তা-ও জানিয়েছেন অভিনেতা। 

পেশাগত জীবনের পাশাপাশি রাম চরণের ব্যক্তিগত জীবনেও এবার খুশির হাওয়া। সদ্য বাবা হয়েছেন তিনি। স্ত্রী উপাসনার সঙ্গে সম্প্রতি বিয়ের ১১ বছর পূর্ণ করার পরই তাদের কোলে এসেছে কন্যাসন্তান। ২০ জুন হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল বুলেটিন মারফত জানানো হয়, মা ও নবজাতক দু’জনই সুস্থ আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় কালা ভৈরবের সেই সুর শেয়ার করে রামচরণ লেখেন, “কালা ভৈরবকে ধন্যবাদ এমন একটা সুর বাঁধার জন্য। আমরা নিশ্চিত, এই সুর বিশ্বজুড়ে সব শিশুদের মুখে হাসি ফোটাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here