নারায়নগঞ্জের রূপগঞ্জে এক ট্রাকের ধাক্কায় মিনহাজ মিয়া (৪৫) নামে অপর এক ট্রাকের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার পূর্বাচল উপশহরের তিনশ ফিট রাস্তার মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ মিয়া টাঙ্গাইলের মধুপুর থানাধীন নেকিবাড়ী এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
কাঞ্চন ট্রাফিক পুলিশের এএসাই নাজমুল হাসান জানান, সকালে টাঙ্গাইল থেকে রূপগঞ্জের রূপসীগামী একটি ট্রাক পূর্বাচলে পৌঁছলে অজ্ঞাতনামা আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক মিনহাজ মিয়া। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।