গণঅধিকার পরিষদ থেকে এবার দলটির সদস্য সচিব নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বৈঠকে গণঅধিকার পরিষদ এই সিদ্ধান্ত নেয়।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া তাদের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুজনকে দলের দপ্তর বরাবর আগামী এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ড. রেজা কিবরিয়া সাংগঠনিক ক্ষমতাবলে পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত সদস্যসচিব হিসেবে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে মনোনীত করছেন।
সম্প্রতি দলের গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিবৃতি দেন। নিজেদের ফেসবুক আইডিতেও তারা একে অপরকে দোষারোপ করেন। দুই নেতার বিরোধে দলে অস্থিরতা বেড়ে যাওয়ায় গত রবিবার ঢাকায় রেজা কিবরিয়ার বাসভবনে গণঅধিকার পরিষদের নেতারা বৈঠকে বসেছিলেন। কিন্তু সেখানে পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়। সমস্যা সমাধানের বদলে জটিলতা আরও বেশি সৃষ্টি হয়।
পরে সোমবার রাতে ড. রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার পরিবর্তে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়।