রাতে ব্রাজিল-সেনেগাল ম্যাচ দেখবেন যেভাবে

0

বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে ইউরোপের মাটিতে ফিফা উইন্ডোতে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে গিনিকে ৪-১ গোলে হারানোর পর এবার সেনেগালের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১ টায় পর্তুগালের লিসবনের এস্তাদিও জোসে আল্ভালাদে’তে দল দুটি মুখোমুখি হবে।

ব্রাজিল-সেনেগাল ম্যাচ উপভোগ করতে হলে গুগল প্লে স্টোরে ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপ আছে। যা ইনস্টল করে খেলা দেখা যাবে। অন্যদিকে ফোটমোব (Fotmob)-সহ আরও কয়েকটি ওয়েবসাইটে লাইভ স্কোর দেখা যাবে।

এছাড়া নিচের এই লিংকে গিয়েও দেখা যাবে লাইভ ম্যাচ-https://online.yalla–live.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here