পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
সোমবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত জেনিন ক্যাম্পে অভিযান শুরু করে ইহুদিবাহিনী। এতে শিশুসহ পাঁচজন নিহত হয়। আহত হয় ৯০ জনের বেশি।
এদিকে ইসরায়েলি সেনারা রাতে জাকারিয়া আল জালৌল নামে ২০ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল সাতজন।