আসন্ন নির্বাচনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি।
গত বছরের ডিসেম্বরে রমিজ রাজাকে সরিয়ে নামাজকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার বোর্ড প্রধান বাছাইয়ে নির্বাচনে যাচ্ছে পিসিবি। ৭৫ বছর বয়সী নাজামেরও সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।
তাই সোমবার রাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন শেঠি।
টুইটারে তিনি বলেছেন, ‘সালাম। আমি আসিফ জারদারি ও শেহবাজ শরীফের মধ্যে বিবাদে বিষয় হতে চাই না।’ ‘এমন অস্থিরতা ও অনিশ্চয়তা পিসিবির জন্য মোটেও ভালো নয়। এই পরিস্থিতির মধ্যে আমি পিসিবির সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। সব পক্ষের জন্য শুভকামনা।’
সূত্র: ডন