সোমবার এসে বিস্ময়করভাবে ভারতে কমেছে আদিপুরুষ সিনেমার আয়। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এক টুইটে জানিয়েছেন, মুক্তির চতুর্থ দিনে ভারতে হিন্দি ভার্সনে সিনেমাটির নেট আয় মাত্র ৭.৭ কোটি রুপি। আগের দিনগুলোর তুলনায় যা ৭৮ শতাংশ কম।
সবমিলিয়ে এই কয়দিনে ভারতে সিনেমাটির আয় ১১৩ কোটি রুপি। রবিবার পর্যন্ত তিন দিনে সিনেমাটি আয় করেছিল ১০৫ কোটি রুপি।
তারান বলেছেন, ‘মুখের বাজে কথাই বাস্তবে প্রভাব ফেলছে। একটি শক্তিশালী শুরুর পরও আদিপুরুষ সোমবার মুখ থুবড়ে পড়েছে।’
সূত্র: এনডিটিভি