সিডনিতে ৯১ অস্ট্রেলিয়ার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে এসএসসি পাস ব্যক্তিদের নিয়ে ২০০০ সালে ভার্চুয়াল গ্রুপ ‘৯১ অস্ট্রেলিয়া’ প্রতিষ্ঠিত হয়।
এই উদ্যোগের সাথে ছিলেন সৈয়দ বাকের ও মিথেল চাকমা। পরে ন্যানসী ব্যারেল, তানিম হায়াত খান রাজিত, সাদেক চৌধুরী, হার্বাট বিশ্বাস, শায়লা নেওয়াজ সীমি বিভিন্ন দায়িত্বে অগ্রণী ভূমিকা রাখেন। ক্রমে ক্রমে এর ব্যাপকতা আরও বৃদ্ধি পায়, সংযুক্ত হয় অনেক সুধীজন।
উপস্থিত ছিলেন ফরিদা আক্তার ঝুমা, কবিতা রোজারিও, ইসহাক হাফিজ, সৈয়দ আকরাম উল্লাহ, ফেরদৌস রোমেল হাসান, এলিজাবেথ বাড়ৈ, আবু জাহেদ, হাসিব ইকবাল ড্যানী, সৈয়দ বাকের, জসীম উদ্দিন, হাসিব চৌধুরী, জাভেদ মিয়াঁদাদ, আবদুল খান রতন, আসিফ রনি, মিল্টন রহমান, সোয়েব মুহাম্মদ প্রমুখ। এছাড়াও পরিবারসহ অনেকেই উপস্থিত ছিলেন।