গ্লোবাল টি-টোয়েন্টি: ছাড়পত্র পেলেন সাকিব-লিটন

0

কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তবে সাকিব ছাড়পত্র পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর জন্যও। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। 

তিনি বলেছেন, ‘সাকিব এনওসি নিয়েছে গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য কানাডাতে। ও নিয়েছে এটা ২০ জুলাই থেকে ০৬ আগস্ট পর্যন্ত। লিটনও নিয়েছে। ও সেম ওই ২০ জুলাই থেকে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। বোর্ড থেকে তাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।’

অবশ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি লিগে খেললে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার শঙ্কাও থাকে। এই যেমন আইপিএল খেলতে এসে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ অধিনায়ক কেন উইলিয়ামসন।

সেক্ষেত্রে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সাকিব ও লিটনের ইনজুরির বিষয়ে তারা সতর্ক কিনা? এ বিষয়ে জালাল বলেন, ‘না, আমাদের সময় আছে বলে দিয়েছি। সেপ্টেম্বরের ফার্স্টের দিকে এশিয়া কাপ শুরু হবে। আগস্টের ২০ তারিখের মধ্যে তারা ঢাকায় থাকবে। আবার টিমের সঙ্গে জয়েন করতে পারবে। আরও ১০ দিন থাকবে। এখানে কোনো সমস্যা নেই। তারা খেলবে।’

‘ইনজুরিতে তাদের কোনো সমস্যা নাই। ফাস্ট বোলারদের ইনজুরি দেখা যায় বেশি। এবং লিটন ও সাকিবকে দেখা যাচ্ছে, ওই রকম ইনজুরি প্রবণ না। হয়তো দেখা যায়, খেলতে খেলতে ব্যথা পেয়েছিল আঙুলে সেটা ভিন্ন। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, শর্টার ফরম্যাট সে জন্য আমরা অ্যালাউ করেছি’ —যোগ করেন তিনি।

সাকিব অবশ্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার পর শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগেও (এলপিএল) খেলবেন। সাকিবকে সেখানে খেলতেও ছাড়পত্র দেওয়া হয়েছে, ‘লিটন হয়তো আগে চলে আসবে। সাকিব যেটা আছে, এলপিএল খেলতে যাবে। আশা করছি, এলপিএল থেকে ২০ আগস্টের মধ্যে চলে আসবে। হয়তো তার আগেও চলে আসতে পারে। যদি আমরা মনে করি, তাহলে আগেই চলে আসবে। এইভাবে ক্লিয়ারেন্স নিয়েছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here