ব্রাজিলের একটি স্কুলে গুলিতে ১৬ বছরের এক কিশোরী নিহত হয়েছে। দেশটির দক্ষিণের রাজ্য প্যারানার ক্যাম্পে শহরে এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।
অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, অস্ত্রধারীর বয়স ২০ থেকে ২১ বছরের মধ্যে হবে। তিনি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।
আহত শিক্ষার্থীর অবস্থা গুরুতর। টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ভবনের বাইরে জড়ো হতে দেখা যায়। কিছু শিক্ষার্থীকে কাঁদতেও দেখা যায়। স্কুল প্রাঙ্গনে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করে।
প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেন, ঘৃণা এবং সহিংসতা আরও একটি তাজা প্রাণ নিল। আমাদের সমাজ এবং বিদ্যালয়ে আমরা এগুলো আর নিতে পারি না। ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী ফ্লাভিও দিনো ঘটনার জন্য ইন্টারনেট সংস্কৃতিকে দায়ী করেছেন।