জ্যাকুলিন ফার্নান্দেজ, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।। তবে গত কয়েক বছরে পেশাদার জীবনের তুলনায় বেশি চর্চায় রয়েছে তার ব্যক্তিগত জীবন। ২০০ কোটি রুপি তছরুপ মামলায় গ্রেফতার করা হয় কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে। আপাতত জেলেই ঠাঁই হয়েছে সুকেশের। আর্থিক তছরুপের মামলায় সুকেশের সঙ্গেই জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন। সুকেশের সঙ্গে যোগ রয়েছে অভিনেত্রীর— এই মর্মে তার বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও গঠন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বছর দুয়েক ধরে এই মামলাতেই একাধিকবার আদালতের হাজির হতে হয়েছে তাকে। সামান্য বিদেশযাত্রার জন্য বারবার আদালতে আবেদন করতে হয়েছে তাকে। তবে এবার নিজের ভাগ্য বদলের পথে হাঁটছেন অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকুলিন। ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকুলিয়েন’। তবে কি ফাঁড়া কাটাতে জ্যোতিষশাস্ত্রের দ্বারস্থ হলেন অভিনেত্রী? উঠছে এমন প্রশ্ন।
আপাতত জ্যাকুলিনের নামের নতুন বানানটি অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। টুইটারে অবশ্য পুরনো বানানটিই দেখা যাচ্ছে। অভিনেত্রীর এই পদক্ষেপ নিয়ে মশকরা করতে ছাড়েননি নেটাগরিকদের একাংশ। খারাপ পরিস্থিতিতে পড়েই নাকি কুসংস্কারকে আঁকড়ে ধরতে চাইছেন জ্যাকুলিন, কটাক্ষ তাদের। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।