রুশ সেনাদের থেকে আরও ৮গ্রাম মুক্ত করার দাবি ইউক্রেনের

0

ইউক্রেন রাশিয়া অধিকৃত ৮টি গ্রাম পুনরুদ্ধারের দাবি করেছে। রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা অভিযানে গত দুই সপ্তাহে এসব গ্রাম উদ্ধার করা হয়েছে।

ইউক্রেন গত কয়েক মাস ধরে রাশিয়া অধিকৃত অঞ্চলগুলো উদ্ধারে পাল্টা অভিযান চালানোর প্রস্তুতি নেয়। গত সপ্তাহে দীর্ঘ প্রতীক্ষিত সেই অভিযান শুরু হয়। 

ইউক্রেনীয় সেনারা বলেছে, গ্রামগুলো ইউক্রেনের জাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলীয় পিয়াতিখাতকিতে অবস্থিত। দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে যাওয়ার পথে এলাকাটির অবস্থান।

ভিডিওতে অজ্ঞাত এক সেনাকে বলতে শোনা যায়, আজ, ১৮ জুন ১২৮ অ্যাসল্ট ব্রিগেড পিয়াতিখাতকি এলাকা থেকে রুশ সেনাদের তাড়িয়ে দিয়েছে। ‍রুশ সেনারা যুদ্ধ সরঞ্জাম ও গোলাবারুদ রেখে পালিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here