গ্রিসের কোস দ্বীপ থেকে নিখোঁজ ২৭ বছর বয়সী আনাস্তাসিয়া প্যাট্রিসিয়া রুবিনস্কা নামের এক পোলিশ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
তিনি বর্তমানে পুলিশ হেফাজতে তদন্তাধীন রয়েছেন। তবে গ্রেফতারকৃত বাংলাদেশি ওই যুবকের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণে তদন্ত চলছে। ওই পোলিশ নারী নিখোঁজ হওয়ার আগে গ্রেফতার মূল সন্দেহভাজন বাংলাদেশি যুবকের সাথে শেষ দেখা হয়েছিল। বাংলাদেশি ছাড়াও তার পাকিস্তানি রুমমেটকেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।