ঝালকাঠিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ইয়াছিন।
বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের কোনো বিকল্প নেই। নিরাপদ খাদ্যের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে আমাদের খাদ্য নিরাপদ রাখার কৌশল ঠিক করতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি আমাদের সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর থেকে ভোক্তার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এ দপ্তর।