ময়মনসিংহের হালুয়াঘাটে সারা দেশের ন্যায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং হালুয়াঘাট পুলিশ প্রশাসন পৃথক ভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা হাসান। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম।
পরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।