ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপযোগে পাচারের সময় ৩ হাজার কেজি এমওপি সার জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর নামকস্থান থেকে পিকআপ ট্রাকটি আটক করা হয়েছে। এসময় পাচারের সাথে জড়িত সজিব মিয়া (২৫) নামক এক যুবককে আটক করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মো. শাব্বির আহমেদ জানান, বিজয়নগর উপজেলায় পিকআপ ট্রাকে করে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা ৩ হাজার কেজি সার আশুগঞ্জ উপজেলায় সজিব মিয়া নিয়ে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর থেকে পিকআপসহ ওই সার জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।